বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত ০৯ম গ্রেড ও তদূর্ধ্ব সরকারি কর্মকর্তাদের ০৫ দিনব্যাপী (১৫-১৯ জুন, ২০১৯) ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষক–প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে রাজধানীর সেচ ভবনে বারটান প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান খান, চিফ, প্রোগ্রামিং ডিভিশন, পরিকল্পনা কমিশন, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহাম্মদ মাইদুর রহমান, প্রকল্প পরিচালক (সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আবুল কালাম, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয় ও পরিচালক, বারটান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব জ্যোতি লাল বড়ুয়া, প্রকল্প ব্যবস্থাপক(আইএএনএফপি), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান।