জনাব মোঃ খোরশেদ আলম এনডিসি ১৯৭০ সালের ১৩ এপ্রিল বরিশাল জেলার হিজলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিসিএস ১৫ ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন এবং মাঠ প্রশাসনের সকল স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। ১৯৯৫ সালে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা, বগুড়া জেলার সাড়িয়াকান্দি উপজেলা ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জে উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি নীলফামারী সদর এবং গাইবান্ধার সাঘাটায় দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি শেরপুর ও জয়পুরহাটে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্তির পর নওগাঁ জেলায় উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তিনি দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের মার্চ মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ একই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার কর্মকাণ্ডে নেতৃত্ব সৃষ্টির অভিলক্ষ্য নিয়ে ২০২০ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় অধিভুক্ত ন্যাশনাল ডিফেন্স কলেজ কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।
২০২১ সালের ১১ জানুয়ারি পরিচালক (অর্থ ও প্রশাসন) হিসেবে কৃষি মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এ যোগদান করেন।
বারটান'র ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলিত পুষ্টি সম্পর্কে জনসাধারণের নিকট ব্যাপকভাবে প্রচারে তিনি সকলকে অনুপ্রাণিত করেছেন। সে প্রেক্ষিতে বারটান নিজস্ব কর্মকাণ্ডের ছবি প্রকাশের পাশাপাশি খাদ্য ও পুষ্টি সম্পর্কিত অডিও ভিজুয়াল কনটেন্ট নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও টিকটকে প্রকাশ করে যাচ্ছে। শুধু তাই নয়, যেকোনো ফেসবুক ব্যবহারকারী যাতে বারটান ফেসবুক পেজে খাদ্য ও পুষ্টি সংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারেন সেই উদ্যোগ চলমান রয়েছে। এছাড়া বহুল প্রচলিত দৈনিক পত্রিকাসমূহে রমজান মাস, কোরবানি, শীত ও গ্রীষ্মে সুস্থ থাকার জন্য ফলিত পুষ্টি বিজ্ঞানের আলোকে করণীয়/বর্জনীয় সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
২২ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখে বারটানের নির্বাহী পরিচালক হিসেবে তাকে পদায়ন করা হয়।
জনাব মোঃ খোরশেদ আলম এনডিসি, প্রশিক্ষণ ও সরকারি সফরে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, মোনাকো, জার্মানি, স্পেন, গ্রীস, ভারত, ভুটান, চীন ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।