বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর আওতায় ইনক্রিজিং ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এট চিটাগাং হিল ট্রাক্টস (সিএইচটি) হোমস্টিড এরিয়া অব বাংলাদেশ-এর গবেষণা/উদ্ভাবনী” কার্যক্রম পরিচালনার জন্য আজ রবিবার (০২ ডিসেম্বর, ২০১৮ ) কর্মশালার আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক এর কার্যালয়, রাঙ্গামাটি অঞ্চল, রাঙ্গামাটিতে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান, পবন কুমার চাকমা, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি, মোঃ নাসিম হায়দার, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল, কৃষ্ণ প্রসাদ মল্লিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি, বারটান-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবঃ) মাহফুজ আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চঃ.দাঃ) জ্যোতি লাল বড়ুয়া, সিএইচটি প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান কার্যালয়, মোঃ মাকছুদুল হক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং আঞ্চলিক প্রধান, নোয়াখালী, বারটান, ড. মোঃ জহির উল্লাহ।