কৃষি মন্ত্রণালয়-এর বিশেষ বরাদ্দের আওতায় “ইনক্রিজিং ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এট চিটাগাং হিল ট্র্যাক্টস (সিএইচটি) হোমস্টিড এরিয়া অব বাংলাদেশ”-এর গবেষণা/উদ্ভাবনী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৮ নভেম্বর রবিবার রাজধানীর সেচ ভবনে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রশ্নপত্র(Questionnaire) তৈরিকরণ কর্মশালা”।
কর্মশালায় কাজী আবুল কালাম (যুগ্ম সচিব), পরিচালক, বারটান, ড. মোঃ মনিরুল ইসলাম, পরিচালক (পুষ্টি বিভাগ), বিএআরসি, ড. এম.এ ওয়াহেদ, প্রাক্তন পরিচালক, আইসিডিডিআরবি, মোঃ মাহফুজ আলী, প্রাক্তন (পুষ্টি পরামর্শক) আইএএনএফপি (বারটান অংগ), এ এইচ এম জালাল উদ্দিন আকবর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চঃ. দাঃ), জ্যোতি লাল বড়ুয়া, , প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প ব্যবস্থাপক-আইএএনএফপি, মোঃ মাকছুদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, সিএইচটি প্রকল্প, তাসনীমা মাহ্জাবীন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান প্রধান কার্যালয়, ড. মোঃ আঃ মজিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান, সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়, বারটান উপস্থিত ছিলেন।