বারটান প্রধান কার্যালয়ে খসড়া পুষ্টি সংবেদনশীল কৃষি বাস্তবায়ন কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেচ ভবনে বারটান প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বারটান নির্বাহী পরিচালক ঝরনা বেগম (অতিরিক্ত সচিব)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর সদস্য পরিচালক মোঃ মনিরুল ইসলাম, এসএম শিবলী নজির, প্রকল্প পরিচালক, বারটান-এর অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এবং বারটান পরিচালক কাজী আবুল কালাম (যুগ্মসচিব)। সভায় কৃষি মন্ত্রণালয়ভুক্ত সংস্থার প্রতিনিধিসহ, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় খসড়া পুষ্টি সংবেদনশীল কৃষি বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন তাসনীমা মাহজাবীন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান প্রধান কার্যালয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা উপস্থাপিত খসড়ার ০৪টি উদ্দেশ্যের ভিত্তিতে ০৪ গ্রুপে বিভক্ত হয়ে খসড়ার উপর মতামত প্রদান করেন।